সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রির বিরোধিতা করে মার্কিন কংগ্রেসে পাস হওয়া তিনটি বিলে ভেটো দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভেটো দেয়ার পর তিনি কংগ্রেসকে যুক্তি দেখিয়ে বলেছেন, “এসব বিল আইনে পরিণত হলে বিশ্বব্যাপী মার্কিন প্রতিযোগিতার সক্ষমতা দুর্বল হয়ে পড়বে এবং আমাদের মিত্র ও অংশীদারদের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।”
মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপ মার্কিন আইন প্রণেতাদের ক্ষুব্ধ করেছে। তারা ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসকে এড়িয়ে অস্ত্র বিক্রি করতে চাইছেন।
সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ইয়েমেনের ওপর যে সামরিক আগ্রাসন চালাচ্ছে সে সম্পর্কে মর্কিন কংগ্রেসম্যানদের অনেকেই সতর্ক হয়ে উঠছেন। ২০১৫ সাল থেকে ওই আগ্রাসন চলছে এবং সৌদি আরবের সঙ্গে প্রধান ভূমিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত।
ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে এসব দেশ পশ্চিমা অস্ত্র বিশেষ করে আমেরিকার অস্ত্র ব্যবহার করছে। ট্রাম্প প্রশাসন বলে আসছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের হুমকি ও প্রভাব ঠেকাতে মিত্রদের কাছে অস্ত্র বিক্রির প্রয়োজন রয়েছে।