কংগ্রেসের সভাপতি পদের দায়িত্ব নিলেন রাহুল গান্ধী৷ মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ছিল বেলা ৩টে৷ সভাপতি পদে মনোনয়ন জমা দেন তিনি৷ সর্বসম্মতিক্রমে এই পদের জন্য নির্বাচিত হলেন তিনি৷
গুজরাট ভোটের মধ্যেই নয়া দায়িত্বে আসীন হলেন সোনিয়া পুত্র রাহুল৷ ১৯বছর পর কংগ্রেসে নয়া সভাপতি ।
পরিবারতন্ত্রেই ভরসা রেখে সোমের সন্ধ্যায় রাহুল গান্ধীকে কংগ্রেস সভাপতি পদে বরণ৷ সেই সঙ্গে শেষ সোনিয়া যুগ৷ নতুন প্রজন্মের হাতে উঠল ১৩১ বছরের প্রাচীন দল৷
এর আগে গান্ধী-নেহেরু পরিবারের ৫ সদস্য এই পদে থেকেছেন। তাঁরা হলেন, মোতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সনিয়া গান্ধী। সেই হিসাবে রাহুল হলেন পরিবারের ষষ্ঠ সভাপতি।
সোমবার, কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের (সিইএ) চেয়ারম্যান মুলাপল্লী রামচন্দ্রন এবং সিইএ-র সদস্য মধুসূদন মিস্ত্রি ও ভুবনেশ্বর কালিটা সাংবাদিক সন্মেলন করে নতুন সভাপতির নাম ঘোষণা করলেন। কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, ১৬ ডিসেম্বর সোনিয়া গান্ধী এই দায়িত্বভার তুলে দেবেন পুত্র রাহুল গান্ধীকে।