চাঁদপুর জেলার কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামে শনিবার সকালে ১৪৩টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।
সকালে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর উদ্যোগে প্রধান অতিথি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি এ বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর ডিজিএম জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রব মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান বাসেদুজ্জামান সরকারসহ গ্রামবাসী।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর ডিজিএম জাহাঙ্গীর আলম জানান, প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে কচুয়ার তেতৈয়া গ্রামে ১৪৩ পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। এই উপজেলার বেশিরভাগ গ্রামে বিদ্যুতায়ন হয়েছে। আর বাকি গ্রামগুলোতে পর্যায়ক্রমে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।