কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর জন্মদিন ১ মার্চ। ১৯২৯ সালে তিনি জন্মগ্রহণ করেন। অনতিদীর্ঘ ৬৭ বছরের জীবনে তিনি সৃষ্টি করেন বাংলা সাহিত্যের স্মরণীয় বেশ কিছু মুহূর্ত―তাঁর কবিতায়, তাঁর উপন্যাসে, তাঁর ছোটগল্পে, তাঁর গদ্য রচনায় ও তাঁর কথাসাহিত্যে।
আব্দুর রউফ চৌধুরীর সাহিত্য সৃজনে অন্যতম― ‘প্রবন্ধগুচ্ছ, প্রবন্ধনিবদ্ধ, নজরুল/ সৃজনের অন্দরমহল, রবীন্দ্রনাথ/ চিরনূতনের দিল ডাক, মহান একুশে, স্বায়ত্তশাসন, স্বাধিকার ও স্বাধীনতা, একটি জাতিকে হত্যা এবং ১৯৭১ যুগে যুগে বাংলাদেশ, বাঙালির উৎস সন্ধানে, বাঙালি জাতীয়তাবাদ, বিপ্লব ও বিপ্লবীদের কথা (‘ফরাসি বিপ্লব, কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলস’ প্রভৃতি), ৭১-এর কবিতা, কবিতাগুচ্ছ, পরদেশে পরবাসী, নতুন দিগন্ত, সাম্পান ক্রুস, অনিকেতন, মা, গল্পসম্ভার, বিদেশি বৃষ্টি, গল্পভুবন, গল্পসল্প,নাম মোছা যায় না, ধর্মের নির্যাস, ইসলাম ও সমাজতন্ত্র, পথ/ আরব জাতির ইতিহাস, মুহম্মদ (স.) ইসলামের নবি’ (অনুবাদ)।
বস্তত আব্দুর রউফ চৌধুরী ছিলেন বাংলা-সাহিত্য-জগতে দ্রোহী কথাসাহিত্যের নির্মিতি ও মর্মাংশে এক শুদ্ধ আধুনিকোত্তরক। যুগাত্মক জটিল চেতনাপ্রবাহী আঙ্গিকে তিনি যেমন ছিলেন চূঁড়াবিহারি তেমনই বিষয়-বস্তু-ঘটনাও অতিশয় কালচৈতন্যবাহী ও বিস্ময়সূচক। ‘বাংলা মুভমেন্ট থিয়েটার’ আন্দোলনের প্রতিষ্ঠাতা, গবেষক, সম্পাদক ও লেখক ড. মুকিদ চৌধুরী হলেন আব্দুর রউফ চৌধুরীর সন্তান।