মাইক্রোসফটের ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস স্কাইপে কথা বলতে বলতে যদি আপনার বন্ধ কিছু অর্থও দাবি করে বসে তাহলে তার ব্যবস্থাও করেছে প্রতিষ্ঠানটি। নতুন এ পদ্ধতিটি কাজ করবে পেপ্যালের সঙ্গে। আর এজন্য মাইক্রোসফট একত্রিত হয়েছে বিশ্বখ্যাত এ প্রতিষ্ঠানটির সঙ্গে।
মাইক্রোসফট ও পেপ্যাল দুই জগতের বড় দুটি প্রতিষ্ঠান। আর এ দুটি প্রতিষ্ঠান একত্রিত হয়ে অর্থ পাঠানোর সার্ভিস চালু করায় তা ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এতে ব্যবহারকারীদের ঝামেলাও কমবে বলে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।
এক ব্লগ পোস্টে স্কাইপ টিম লিখেছে, এখন আর সিনেমার টিকিটের জন্য বন্ধুকে টাকা পরিশোধ কিংবা উপহারের জন্য টাকা আদান-প্রদানের জন্য আর উপায় খুঁজতে হবে না। কারণ স্কাইপ ব্যবহার করেই পেপ্যালের টাকা পরিশোধ করা যাবে।
চ্যাট করার সময় ‘সেন্ড মানি’তে ট্যাপ করলেই টাকা পাঠানো যাবে। আর প্রথমবার এ কাজটি করার সময় আপনাকে লোকেশন নিশ্চিত করতে হবে।
এ সুবিধা গ্রহণ করার জন্য অর্থ প্রেরণকারীকে আইওএস কিংবা অ্যান্ড্রয়েডে স্কাইপের সর্বশেষ ভার্সন ব্যবহার করতে হবে।
তবে অর্থ গ্রহণকারীর যে কোনো ভার্সন হলেই চলবে।
এ ব্যবস্থার একটি বড় সুবিধা হলো, একদেশ থেকে অন্যদেশে সহজেই অর্থ প্রেরণ করা যাবে। স্বাভাবিক লেনদেনে এতে কোনো বাধা আসবে না।
স্কাইপ জানিয়েছে, প্রাথমিকভাবে বিশ্বের ২২টি দেশে এ সুবিধা চালু করা হচ্ছে। পরবর্তীতে এ সুবিধা আরও বাড়ানো হতে পারে। এখন যেসব দেশে এ সুবিধা চালু করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রিয়া, বেলজিয়াম, সাইপ্রাস, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লুক্সেমবার্গ, মালটা, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্যান ম্যারিনো, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও স্পেন। বাংলাদেশে এখনও এ সার্ভিস চালু হয়নি।