ডিএমপি নিউজ: রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন- মোঃ মিজান সরকার (৩০)। এসময় তার হেফাজত থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারমূলে জব্দ করা হয়।
এ বিষয়ে কদমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন মীর ডিএমপি নিউজকে জানান, গত ৩০ এপ্রিল, ২০২১ (শুক্রবার) কদমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে কদমতলী থানায় মামলা রুজু হয়েছে।