ডিএমপি নিউজঃ রাজধানীর কদমতলী থানা এলাকা হতে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ ইউনুছ ও মোঃ তারেক হোসেন।
গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস ডিএমপি নিউজকে বলেন, রবিবার (২১ নভেম্বর ২০২১) রাত ১২:৪৫ টায় কতমতলী থানার সাদ্দাম মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। পরবর্তীতে তাদের সাথে থাকা লাগেজ তল্লাশি করে বিশেষ পদ্ধতিতে রাখা ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহর ও আশপাশ এলাকায় বিক্রয় করতো।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার রাজীব আল মাসুদ, বিপিএম এর দিক নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার হাসান আরাফাত, বিপিএম, পিপিএম এর তত্ত্বাবধানে এবং সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।