ডিএমপি নিউজ: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- মোঃ আবুল কাশেম ও মোঃ সোহেল মিয়া।
কদমতলী থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দীন মীর ডিএমপি নিউজকে জানান, শুক্রবার (৩০ এপ্রিল, ২০২১) সন্ধ্যা ৭.০৫ টায় কদমতলী থানার শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে আবুল কাশেমকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি বলেন, একই দিন বিকাল ৫:৩০ টায় অপর এক অভিযানে কদমতলী থানার মাতুয়াইল শিশু মাতৃ স্বাস্থ্য ইউনিষ্টিটিউট এর সামনে থেকে এক কেজি গাঁজাসহ মোঃ সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে অভিযুক্তদের বিরুদ্ধে কদমতলী থানায় পৃথক পৃথক মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।