ডিএমপি নিউজ: রাজধানীর কদমতলী থানা এলাকায় চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কদমতলী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ তুষার(২০) ও মোঃ রনি (২২)।
কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন মীর ডিএমপি নিউজকে বলেন, গত ৬ ডিসেম্বর, ২০২০ রাত আনুমানিক ১১ টা হতে ভোর ০৫.৩০ টার মধ্যে কদমতলী থানার মেরাজনগর বাজারের কাজল টেলিকম, সামিয়া সুজ, হারুন ভাতের হোটেলে সর্বমোট ৪৭,৭৯০ টাকা চুরি হয়। এ ঘটনায় কদমতলী থানায় একটি মামলা রুজু হয়।
তিনি আরো বলেন, মামলা রুজু হওয়ার পর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে শনিবার (১২ ডিসেম্বর, ২০২০) রাত ১০.৪৫ টায় পূর্ব কদমতলী হতে তুষারকে এবং একই দিন রাত ১১.২০ টায় পশ্চিম মোহাম্মদবাগ হতে রনিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ১০ টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল সেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে পুলিশের এই কর্মকর্তা জানান।