ডিএমপি নিউজ: রাজধানীর কদমতলী থানা এলাকার একটি দোকান থেকে চুরি যাওয়া সিগারেট ও নগদ ৭ লক্ষ টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ সাঈদ ওরফে স্বাধীন (২২), মোঃ আলমগীর হোসেন (২৬), মোঃ রাসেল (৩২) ও মোঃ আনোয়ার হোসেন (৩৫)।
কদমতলী থানা সূত্রে জানা যায়, ১৩ ডিসেম্বর, ২০১৯ রাতে কদমতলী থানাধীন রায়েরবাগ এলাকার একটি দোকান থেকে বিপুল পরিমান সিগারেট চুরি হয়। এ ঘটনায় ১৪ ডিসেম্বর, ২০১৯ কদমতলী থানায় একটি মামলা রুজু হয়।
পরবর্তী সময়ে কদমতলী থানা পুলিশ মামলার সূত্র ধরে আসামীদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ২১ ডিসেম্বর, ২০১৯ গাজীপুর থেকে অভিযুক্ত সাঈদ ও আলমগীরকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যমতে ২২ ডিসেম্বর, ২০১৯ নারায়ণগঞ্জ থেকে অভিযুক্ত রাসেল এবং রাজধানীর মগবাজার থেকে আনোয়ারকে গ্রেফতার করেছে।
এ সময় তাদের হেফাজত হতে নগদ ৭ লক্ষ টাকা ও ২৫ কার্টুন সিগারেট উদ্ধার করা হয়।