ডিএমপি নিউজ: রাজধানীর কদমতলী থানা এলাকা হতে পিস্তল, গুলি ও ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ আবুল হোসেন (৪১) ও মোঃ আলম (৪০)।
এ সময় তাদের হেফাজত হতে ১ টি পিস্তল, ১ রাউন্ড গুলি, ম্যাগজিন ও ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, ৬ জুলাই’১৮ সকাল ৯.০০টার সময় কদমতলী থানাধীন জিয়া স্মরণীর একটি বাড়িতে অভিযান চালিয়ে পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ আবুলকে এবং ফেন্সিডিলসহ আলমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে।