রাজধানীর কদমতলীতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ।
আজ ২৫ জুন, ২০১৭ রবিবার সকাল ১১.৩০ টায় কদমতলী এলাকার প্রভাবশালী হাবীব নামের এক ব্যক্তির গাড়িতে থাবা মারে সজীব নামের এক যুবক। থাবা মারার কারণ জানতে চাইলে সজীব অসংলগ্ন আচরণ করে। এ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে হাবীব, তার গাড়ির চালক ও অন্য আরেক কর্মচারি সজীবকে চড় থাপ্পড় মেরে তার বাসায় ধরে নিয়ে যায়। সেখানে তাকে বেধড়ক পিটালে সে অজ্ঞান হয়ে পড়ে।
বিকাল ৪ টার দিকে কদমতলী থানা পুলিশ খবর পেয়ে সজীবকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পথে সজীব মারা যায়।
এ ঘটনায় পুলিশ হাবীব, তার গাড়ি চালক আলমগীর ও কর্মচারি সুজনকে গ্রেফতার করেছে।
কদমতলী থানা সূত্রে জানা যায়, সজীবের বাড়ি গফরগাঁও এ। সজীবের পরিবার বলছে, সে সাতদিন ধরে নিখোঁজ ছিল।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।