ডিএমপি নিউজঃ রাজধানীর কমতলী থানা এলাকা থেকে ইয়াবাসহ তিনজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিম।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মোস্তফা শেখ (৪৫), মোঃ রিপন মিয়া (৪২) ও মোঃ শহিদুল (৩৫)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পূর্ব জুরাইনের ১ নং রোডে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, কদমতলী থানা এলাকায় মাদক বিরোধী অভিযানকালে গোয়েন্দা টিম সংবাদ পায় যে, পূর্ব জুরাইনের ১ নং রোডের একটি বাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে বিকাল ০৫:৪৫ টায় ঘটনাস্থলে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা উত্তরা বিভাগ সূত্রে আরো জানা যায়, গ্রেফতারের পর তাদের দেহ তল্লাশী করে মোঃ মোস্তফা শেখের কাছ থেকে ১০০০ পিস ইয়াবা, মোঃ রিপন মিয়ার কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা ও মোঃ শহিদুলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা রুজু হয়েছে।