ডিএমপি নিউজঃ রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে গাঁজা ও প্রাইভেটকারসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কদমতলী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ লাভলু শেখ ।
সোমবার (২৯ নভেম্বর, ২০২১) রাত ১১:৫০ টায় কদমতলী থানার জিয়া স্মরনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্বে দেয়া কদমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব দে ডিএমপি নিউজকে বলেন, কদমতলী থানার জিয়া স্মরনীর স্মৃতিধারা এলাকার মেরিগোল্ড স্কুল অ্যান্ড কলেজ এর সামনে একজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৪০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ লাভলুকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত কুমিল্লা জেলা হতে গাঁজা সংগ্রহ করে প্রাইভেটকারের মাধ্যমে ঢাকা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান।