ডিএমপি নিউজঃ রাজধানীর শনির আখড়া এলাকা থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ ডালিম (২৫) ও মোঃ রুবেল (২৪)। গ্রেফতারের সময় তাদের নিকট হতে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ দিবাগত রাত ১২.৩০টায় শনির আখড়ার আয়শা মোশারফ মার্কেটের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
সূত্র আরো জানায়, তারা চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা এলাকা হতে গাঁজা সংগ্রহ করে কদমতলী থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করত মর্মে স্বীকার করেছে।
এ সংক্রান্তে কদমতলী থানায় একটি মামলা রুজু হয়েছে।