ডিএমপি নিউজঃ রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কদমতলী থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ সবুজ মিয়া ও মোঃ জামাল মিয়া।
কদমতলী থানার অফিসার ইনচার্জ প্রলয় কুমার সাহা ডিএমপি নিউজকে বলেন, ২২ ডিসেম্বর, ২০২১ (বুধবার) সন্ধ্যা ৬:৩০টায় কদমতলী থানার মাতুয়াইল মেডিকেল হাসপাতালের সামনে অভিযান চালিয়ে সবুজকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে তার হেফাজত হতে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপর এক অভিযানে একই দিন রাত ৭:৪০টায় কদমতলী থানার দক্ষিণ রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ জামালকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় পৃথক মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান।