ডিএমপি নিউজ: রাজধানীর কদমতলী থানার জুরাইনে তরুণীকে গণধর্ষণের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১।মোঃ তুষার (২২), ২।মোঃ আলী হোসেন রনি (২৪), ৩।মোঃ সুমন হাওলাদার (৩০), ৪।মোঃ হৃদয় (২৬), ৫।মোঃ পারভেজ চৌধুরী (২৫) ও ৬।ইউনুছ পেয়াদা (২৭)।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (অপারেশন) মাহাবুব আলম ডিএমপি নিউজকে জানান, গত ৩১ মে, ২০২০ দুপুর ০১.০০ টায় জুরাইনের আলমবাগ এলাকায় ভিক্টিমকে ভাড়া বাসায় আটকে রেখে গণধর্ষণ করেন গ্রেফতারকৃতরা। এ ঘটনায় ৪ জুন, ২০২০ কদমতলী থানায় একটি মামলা রুজু হয়। মামলা রুজু হওয়ার পর গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। গ্রেফতারকৃত আলী হোসেন রনি, হৃদয় ও সুমন হাওলাদার বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।