ডিএমপি নিউজ: রাজধানীর কদমতলী থানার শনির আখড়া ও দক্ষিন মাতুয়াইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা ও ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ সোহেল (১৯), মোঃ কালাম সরদার (৩৭) ও মোঃ শহিদ আলম (২৮)।
কদমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন মীর ডিএমপি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ০২ মে, ২০২১ (রবিবার) সন্ধ্যা ০৬.০৫ টায় শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে সোহেলকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
চলমান অভিযানে একই দিন রাতে দক্ষিন মাতুয়াইল এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ কালাম সরদারকে এবং ২ কেজি গাঁজাসহ শহিদ আলমকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে কদমতলী থানায় পৃথক পৃথক মামলা রুজু হয়েছে।