ডিএমপি নিউজঃ রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ চারজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কদমতলী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ পারভেজ (২০), শ্রী শুভ দাস (২৬), মোঃ শরিফুল (১৯) ও মোঃ ইব্রাহিম (১৯)।
গত ২ মে, ২০২১ (রবিবার) রাত ১১:৪৫ টায় কদমতলী থানার মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে দুইটি চাকু উদ্ধার করা হয়।
কদমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন মীর জানান, গোপন সূত্রে জানা যায় মাতুয়াইল মা ও শিশু মাতৃসদনের সামনে কতিপয় ছিনতাইকারী অস্ত্রসহ অপরাধ সংঘটনের জন্য সমবেত হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কদমতলী থানায় মামলা রুজু হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।