ছোটপর্দার জনপ্রিয় মুখ তাসনুভা এলভিন একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন বলেই তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি কন্যাসন্তানের জন্ম দেন।
ভালোবাসার সম্পর্ক থেকে পারিবারিকভাবে ২০১৭ সালের ২৬ মার্চ ফাহাদ রিয়াজীকে বিয়ে করেন তাসনুভা এলভিন। সুখী দাম্পত্য জীবনের আড়াই বছরের মাথায় এলভিন জানান মা হওয়ার খবর। অবশেষে ঘর আলোকিত করে এলো কন্যাশিশু।
বিয়ের পর স্বামী-সংসার ও অভিনয় দুইটাই সমানভাবে ম্যানেজ করে আসছিলেন। সন্তান গর্ভে আসার পর অভিনয় থেকে বিশ্রামে যান তিনি। বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে ফেরার ইচ্ছের কথা জানিয়েছেন এলভিন। তার আগে আপাত সবাইকে মা ও কন্যার জন্য চাইলেন দোয়া। যেন সন্তান মানুষের মতো মানুষ হয়।
এলভিন বলেন, ‘অনেক দিন ধরেই শুটিং করছি না। বাচ্চার জন্য এত দিন বিশ্রামেই ছিলাম। আমার সন্তান আরেকটু বড় হলে আবার অভিনয়ে ফিরব।’
উল্লেখ্য, ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে আগমন ঘটে এলভিনের। এরপর একের পর নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে নিজেকে পরিচিত করে তুলেন দর্শকদের কাছে। তাসনুভা এলভিন অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে শুটিং করেছেন। তার অভিনীত ডেসটিনেশন ওয়েডিং, জামাই শ্বশুর, একটি ফুলের গল্প, সাদা কাগজে সাজানো অনুভূতি নাটকগুলো বেশি দর্শক প্রিয়তা পায়।