মার্কিন মডেল, রিয়েলিটি শো তারকা কাইলি জেনার কন্যা সন্তানের মা হয়েছেন। ইনস্টাগ্রামে এ তথ্য জানিয়েছেন তিনি। ২০ বছর বয়সি কাইলির সন্তানের বাবা তার বয়ফ্রেন্ড মার্কিন র্যাপার ট্রাভিস স্কট।
ইনস্টাগ্রাম পোস্ট তিনি লিখেন, সব জল্পনা-কল্পনার মুহূর্তে আপনাদের অন্ধকারে রাখার জন্য আমি দুঃখিত। আমার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি সম্মুখে আনতে চাইনি। আমি জানতাম আমার চাপ ও আবেগের সবকিছু শিশুর ওপর প্রভাব ফেলত। এ জন্যই আমি এই পথ বেছে নিয়েছিলাম।
গত বছরের এপ্রিলের পর ট্রাভিস স্কটের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। তারপর সেপ্টেম্বরে কাইলির মা হওয়ার বিষয়টি প্রথম শোনা যায়। তখন তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।