এ বছরটাও বিশেষভাবে শুরু করলেন রণবীর সিং। বছরের শুরুতেই মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘গাল্লি বয়’-এর ট্রেলার। আর ট্রেলারেই বাজিমাত। এরই মাঝে খবর এল এবার ৮৩’র বিশ্বকাপজয়ী ভারতের সাবেক অধিনায়ক কপিল দেবের বায়োপিকে দেখা যাবে রণবীর সিংকে।
৮৩’র বিশ্বকাপজয়ী ভারতের সাবেক অধিনায়ক কপিল দেবের সফলতা বড় পর্দায় তুলে ধরতে চান বলিউডের জনপ্রিয় প্রয়োজক,পরিচালক কবির খান।
জানা গেছে, ভারতের বিশ্বকাপজয়ী প্রথম অধিনায়ক কপিল দেবের চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং। ১৯৮৩’র বিশ্বকাপে তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে ভারত। ক্রিকেট মাঠের সেই কপিলকে এবার বড় পর্দায় ফুটিয়ে তোলার কাজে হাত নিয়েছেন কবির খান।
সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের ৩০ আগস্ট ছবিটি মুক্তি পাবে বলে আশা করছেন ছবির সংশ্লিষ্টরা।