কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ গল্প অবলম্বনে ‘কমলা রকেট’ এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও নূর ইমরান মিঠু। আর ছবিটি পরিচালনা করেছেন নূর ইমরান মিঠু।
শ্রীলংকায় অনুষ্ঠিত হওয়া ‘জাফনা ইন্টারন্যাশনাল সিনেমা ফেস্টিভ্যাল’-এ ডেবু ফিল্ম হিসেবে পুরস্কৃত হয়েছে।
প্রতিযোগিতায় আটটি সিনেমার সঙ্গে লড়াই করে এই পুরস্কার জিতেছে ‘কমলা রকেট’। এর মধ্য দিয়েই প্রথম আন্তর্জাতিক পুরস্কার উঠল নির্মাতা মিঠুর হাতে। এ তথ্যও জানিয়েছেন নির্মাতা।
নূর ইমরান মিঠু বলেন,‘খুব আনন্দ লাগছে। দেশের বাইরে থেকে প্রথম পুরস্কার এটি। আবার যেন ভালো কাজ করতে পারি।’
‘কমলা রকেট’ ছবিটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তৌকীর আহমেদ, জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ, আবু রায়হানসহ আরও অনেকেই।