ডিএমপি নিউজঃ ‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ স্লোগানকে সামনে রেখে জনগণের সাথে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করে পুলিশী সেবাসমূহ জনগণের দোড়গোড়ায় পৌঁছানোর লক্ষ্যে কমিউনিটি পুলিশিং ডে আগস্ট/২৩ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ।
আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় রাজধানীর সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার অডিটোরিয়াম কমপ্লেক্সে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান পিপিএম-সেবা।
এ সময় মতিঝিল বিভাগের সকল থানার কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, বীরমুক্তিযোদ্ধাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অতিথিগণ আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন এবং একটি সুস্থ ও উন্নয়নমুখী জাতি গঠণে পুলিশকে সহায়তার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।