ডিএমপি নিউজঃ জনগণের সাথে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করে পুলিশী সেবাসমূহ জনগণের দোড়গোড়ায় পৌঁছানোর লক্ষ্যে কমিউনিটি পুলিশিং ডে আগস্ট/২৩ উপলক্ষ্যে র্যালীর আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগ।
আজ শনিবার ‘অপরাধ প্রতিকারে, পুলিশ জনতা এক কাতারে। শোকের মাসে শপথ করি, মুজিব আদর্শে দেশ গড়ি’ প্রতিপাদ্যে র্যালীটি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার এর কার্যালয়ের সামনে হতে শুরু হয়। এরপর র্যালীটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির-বালুরমাঠ মোড় হয়ে চকবাজার মডেল থানার সাগুন কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত র্যালী ও আলোচনা সভার সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ জাফর হোসেন।
এ সময় ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আব্দুল মান্নান ভূঁইয়া, আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গীতাঞ্জলি বড়ুয়া, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের প্রভোস্ট নাজমুন নাহার, ডিরেক্টর অব স্টুডেন্ট ওয়েলফেয়ার, বুয়েট এর প্রফেসর ডঃ মিজানুর রহমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ ফজলে রাব্বী হলের প্রভোস্ট ডাঃ মোঃ হাসান, চকবাজার শাহী জামে মসজিদের ইমাম মোঃ মাজেদুল ইসলাম, লালবাগ বিভাগের সকল থানার কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং লালবাগ বিভাগের সকল ওয়ার্ড কাউন্সিলরগণ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।