ডিএমপি নিউজঃ মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগ সমাবেশের আয়োজন করে।
ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ এবং পুলিশ কমিশনার, ডিএমপি এর নির্দেশক্রমে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহিদুল্লাহ্ বিপিএম পিপিএম -এর সভাপতিত্বে এই সমাবেশের আয়োজন করা হয়।
শনিবার (৩১ অক্টোবর ২০২০) সকাল ১১ কায় উত্তরার পলওয়েল কার্নেশন কনভেনশন হলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুল আহ্সান চৌধুরী, অতিরিক্ত আইজিপি (অব:) বাংলাদেশ পুলিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বাসুদেব বণিক, যুগ্ম পুলিশ কমিশনার, ট্রাফিক- দক্ষিণ, ডিএমপি ও মোহাম্মদ সাইফুল হক -উপ পুলিশ কমিশনার, ট্রাফিক -উত্তরা বিভাগ, ডিএমপি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাজমা আক্তার সাবেক সংসদ সদস্য এবং সভাপতি-বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ; বিশিষ্ট চলচ্চিত্র এবং নাট্য অভিনেত্রী আফসানা মিমি; বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা আমিন খান সহ বিভিন্ন স্কুল ,কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা, ছাত্র-ছাত্রী রাজনৈতিক নেতৃবৃন্দ, সেক্টর কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ সকল স্তরের লোকজন।
অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য মাননীয় আইজিপি মহোদয়ের পক্ষ থেকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ সদস্য হিসেবে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
মোঃ ইলিয়াস হোসেন এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয় মোঃ সরোয়ার হোসেন- ইন্সপেক্টর অপারেশন্স্, দক্ষিনখান থানা কে।
অনুষ্ঠানে বক্তারা সেবা প্রদান এবং আইনশৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিং এর ভূমিকা এবং কমিউনিটি পুলিশিং-কে বিস্তৃত ও জোরদার করার গুরুত্বসহ আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।