কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড আন্তর্জাতিকভাবে স্বীকৃত ISO 27001:2013 সনদটি অর্জন করেছে। ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমে ইউনাইটেড কিংডম অ্যাক্রিডিটেশন সার্ভিস (UKAS) দ্বারা ধার্যকৃত মান যথাযথভাবে সমুন্নত রাখায় ইন্টারটেক বাংলাদেশ কর্তৃক এই সনদটি কমিউনিটি ব্যাংককে প্রদান করা হয়। ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমের এই মানদন্ডের আওতায় ব্যাংকের ডাটা সেন্টার অপারেশন ও কোর ব্যাংকিং সার্ভিস, আইসিটি ডিভিশন, মানব সম্পদ ও প্রশিক্ষণ, ইন্টারনাল কন্ট্রোল ও কমপ্লায়েন্স ও জেনারেল সার্ভিস ডিভিশনের কার্যক্রম বিবেচিত হয়েছে।
১২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে, কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে ISO 27001: 2013 সনদটি তুলে দেন ইন্টারটেক বাংলাদেশের হেড অব বিজনেস অ্যাসুরেন্স শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার এস এম মাইনুল কবীর, এসইভিপি ও চিহ্ন ইনফরমেশন অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান, এসইভিপি ও কোম্পানি সেক্রেটারি সাইফুল ইসলাম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ইন্টারটেক বাংলাদেশের পক্ষে গৌতম কুমার রায়, হেড অব অ্যাসুরেন্স অ্যান্ড ক্যালিব্রেশন সার্ভিসেস, ম্যানেজার- সেলস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট আতিকুল ইসলাম, সিস্টেম সার্টিফিকেশনের ব্যবস্থাপক ফরহাদ আহমেদ উপস্থিত ছিলেন।