ম্যান সিটিকে উড়িয়ে দিয়ে কমিউনিটি শিল্ডের শিরোপা জিতলো লিভারপুল। কমিউনিটি শিল্ডে লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে বিধ্বস্ত করেই ২০২২-২৩ মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলেছে লিভারপুল।
ম্যাচের প্রথমার্ধে লিস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে মোহাম্মদ সালাহর এ্যাসিস্টে ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ডের গোলে ২১ মিনিটে এগিয়ে যায় লিভারপুল।
বিরতির পর ৭০ মিনিটে সিটির আরেক নতুন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজের গোলে সমতায় ফিরে পেপ গার্দিওলার দল ম্যান সিটি। পেনাল্টি থেকে ৮৩ মিনিটে আবারো লিভারপুলকে এগিয়ে দেন সালাহ। নুনেজের হেড সিটি মিডফিল্ডার রুবেন ডিয়াসের হাতে লাগলে পেনাল্টি উপহার পায় লিভারপুল।
স্টপেজ টাইমের চতুর্থ মিনিটে এন্ডি রবার্টসনের ক্রস থেকে দারুন এক গোল করে লিভারপুলের জয়ের ব্যবধান বাড়ান নুনেজ।