ফুটবল প্রীতি ম্যাচে কম্বোডিয়াকে হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৫ জুন) কম্বোডিয়ার নমপেন অলিম্পিক স্টেডিয়ামে মাঠে নামে দু’দল। ম্যাচের ২৫ মিনিটে মজিবর রহমান জনি গোল করে এগিয়ে দেন বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্বাগতিকরা। তবে উল্টো ম্যাচের ২৫ মিনিটে লিড নেয় বাংলাদেশ। ডান প্রান্ত থেকে বাড়ানো বলে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন জনি।
এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে কম্বোডিয়া। তবে গোল করতে ব্যর্থ হয় তারা। সূত্র: ইত্তেফাক