কম্বোডিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রবিউল হাসানের দুর্দান্ত গোলে জয় পেয়েছে বাংলাদেশ। পাঁচ মাস পর মাঠে নেমেই দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে রাজধানী নমপেনে শক্তিতে এগিয়ে থাকা কম্বোডিয়াকে ০-১ গোলে পরাজিত করে বাংলাদেশ। ম্যাচের ৮৩ মিনিটে জয়সূচক গোলটি করেন বদলি মিডফিল্ডার রবিউল হাসান।
এই জয়ে প্রায় পাঁচ মাস পর আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের ফেরাটা হলো দুর্দান্ত। বিশ্ব ফুটবল র্যাঙ্কিংয়ে কম্বোডিয়ার অবস্থান ১৭২ আর বাংলাদেশ ১৯২। কিন্তু ম্যাচে লাল সবুজদের সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি স্বাগতিকেরা।
এর আগের তিন সাক্ষাতে দুবারই জিতেছে বাংলাদেশ। ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ বাংলাদেশ জেতে ২-১ গোলে। পরের বছর দিল্লিতে নেহরু কাপে ১-১ গোলে ড্র হয় ম্যাচ। আর ২০০৯ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ জিতেছিল ১-০ গোলে।