আমেরিকার কাছ থেকে কম্ব্যাট ড্রোন এবং সাবমেরিন বিধ্বংসী যুদ্ধবিমান কেনার বিষয়ে একটি চুক্তি প্রায় চূড়ান্ত করার পর্যায়ে রয়েছে ভারত। চুক্তিটি সম্পন্ন হলে ওয়াশিংটনের কাছ থেকে নয়াদিল্লি কয়েকশ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে সক্ষম হবে।
ভারতের একটি সামরিক সূত্র জানিয়েছে, অস্ত্রসজ্জিত সি গার্ডিয়ান ড্রোন, পি-৮১ সাবমেরিন বিধ্বংসী যুদ্ধবিমান এবং গোয়েন্দা বিমান কেনার পরিকল্পনা করেছে ভারত। এগুলোর পাশাপাশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং আরো অন্যান্য সামরিক ব্যবস্থা থাকবে। চুক্তিতে এরইমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দিয়েছেন।
সূত্রটি জানিয়েছে, আগামী ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে মার্কিন সরকারের কাছে লেটার অব রিকোয়েস্ট দেবে ভারত। সূত্র বলছে, ড্রোন কিনতে ভারতকে খরচ করতে হবে সাড়ে চারশ কোটি ডলারেরও বেশি অর্থ। এর পাশাপাশি ১০টি পি-৮১ যুদ্ধবিমান এবং দীর্ঘ পাল্লার গোয়েন্দা বিমান ভারত সরকারকে আরো ৩০০ কোটি ডলার ব্যয় করতে হবে। বর্তমানে ভারতের হাতে ১২টি দীর্ঘপাল্লার গোয়েন্দা বিমান রয়েছে।-পার্স টুডে।