এবার কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হলেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিও আলোচনার সময় আক্রান্তের কথা তিনি নিজেই জানিয়েছেন।
গত জানুয়ারি থেকে রাশিয়ার প্রধানমন্ত্রী পদে রয়েছেন ৫৪ বছর বয়সি মিখাইল মিশুস্তিন। কোভিড-১৯ এর বিরুদ্ধে রাশিয়ায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী।
করোনার সংক্রমণ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, মিশুস্তিনের যা হয়েছে, যে কারও সঙ্গেই তা হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বানন জানান তিনি।
ওয়ার্ল্ডমিটার জরিপ বলছে, রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে। মারা গেছেন ১ হাজারের অধিক।
এরআগে রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে সর্বপ্রথম করোনায় আক্রান্ত হন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ইতিমধ্যে তিনি সুস্থ হয়ে কাজে ফিরেছেন। দ্বিতীয় ব্যক্তি হিসেবে কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন পশ্চিম আফ্রিকান দেশ গিনি-বিসাউয়েল প্রাধানমন্ত্রী।