আতঙ্কের মাঝে একটা স্বস্তির খবর। অবশ্যই ফুটবলপ্রেমীদের জন্য। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন জুভেন্টাস ফরোয়ার্ড পাওলো দিবালা। অনুশীলনও শুরু করে দিয়েছেন আর্জেন্টাইন তারকা।
প্রায় দু’সপ্তাহ আগে দিবালা টুইট করে জানিয়েছিলেন মারণ ভাইরাসের কবলে পড়েছেন তিনি। মাতুইদি ও রুগানির পর তৃতীয় জুভেন্টাস তারকা হিসেবে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। শুধু তাই নয়, সিরি আ’ খেলা অন্যান্য ক্লাবের বেশ কয়েকজন ফুটবলারের শরীরে এই ভাইরাসের সন্ধান মেলে।
দিবালার বলেন, ‘আমার শরীরে করোনার উপসর্গ বেশ প্রকট হয়ে উঠেছিল। এখন অনেকটাই ভাল আছি। হাঁটাচলা করতে পারছি। শরীরচর্চা করছি। দিন কয়েক আগে অবধি কোনও কাজ করতে গেলেই শ্বাসকষ্ট হচ্ছিল। সারা শরীরে ব্যথা ছিল।