ডিএমপি নিউজ: বিশ্বজুড়ে করোনাভাইরাসে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৬৭ হাজার ৩৬০ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে ২ কোটি ৬১ লাখ ৮২ হাজার ৬০৬ জন। এছাড়াও আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৮৪ লাখ ৪৬ হাজার ৪৭০ জন। বিশ্বে আক্রান্ত বিবেচনায় শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে;
১. যুক্তরাষ্ট্র: করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ৯০ হাজার ৭৩৭ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৯৬৪ জনের।
২. ব্রাজিল: যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪০ লাখ ১ হাজার ৪২২ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৩ হাজার ৮৯৯ জনের।
৩. ভারত: বিশ্বে আক্রান্ত বিবেচনায় তৃতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় উঠে এসেছে পঞ্চম স্থানে। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৮ লাখ ৫৩ হাজার ৪০৬ জন এবং মৃত্যু হয়েছে ৬৭ হাজার ৪৮৬ জনের।
৪. রাশিয়া: বিশ্বে আক্রান্ত বিবেচনায় চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৫ হাজার ৮৮৪ জন এবং মৃত্যু হয়েছে ১৭ হাজার ৪১৪ জনের।
৫. পেরু: আক্রান্ত বিবেচনায় পঞ্চম স্থানে রয়েছে পেরু। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৬৩ হাজার ৪৩৭ জন এবং মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৫৯ জনের।
৬. কলম্বিয়া: আক্রান্ত বিবেচনায় ষষ্ঠ স্থানে রয়েছে কলম্বিয়া। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৩৩ হাজার ৩৩৯ জন এবং মৃত্যু হয়েছে ২০ হাজার ৩৪৮ জনের।
৭. দক্ষিণ আফ্রিকা: আক্রান্ত বিবেচনায় সপ্তম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৩০ হাজার ৫৯৫ জন এবং মৃত্যু হয়েছে ১৪ হাজার ৩৮৯ জনের।
৮. মেক্সিকো: আক্রান্ত বিবেচনায় অষ্টম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ১০ হাজার ৯৫৭ জন এবং মৃত্যু হয়েছে ৬৫ হাজার ৮১৬ জনের।
৯. স্পেন: আক্রান্ত বিবেচনায় নবম স্থানে রয়েছে স্পেন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৫৫৪ জন এবং মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৯৪ জনের।
১০. আর্জেন্টিনা: আক্রান্ত বিবেচনায় দশম স্থানে রয়েছে আর্জেন্টিনা। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ১৭০ জন এবং মৃত্যু হয়েছে ৯ হাজার ১১৮ জনের।