ডিএমপি নিউজ: এখন পর্যন্ত বিশ্বে ৬টি দেশে করোনায় আক্রান্ত হয়ে দুই লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ নভেম্বর ২০২১) সকাল ১০.৩০টা পর্যন্ত বিশ্বে মৃত্যু বিবেচনায় শীর্ষ ৬টি দেশ হচ্ছে;
যুক্তরাষ্ট্র: করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৭ লাখ ৯৬ হাজার ৩১৯ জনের এবং আক্রান্ত হয়েছে ৪ কোটি ৮৮ লাখ ৩৫ হাজার ২১৬ জন।
ব্রাজিল: যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৬ লাখ ১৩ হাজার ২৪০ জনের এবং আক্রান্ত হয়েছে ২ কোটি ২০ লাখ ৩৮ হাজার ৫৮ জন।
ভারত: বিশ্বে মৃত্যু বিবেচনায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৬ হাজার ৫৮৪ জনের এবং আক্রান্ত হয়েছে ৩ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ৭৬৩ জন।
মেক্সিকো: মৃত্যু বিবেচনায় ৪র্থ স্থানে রয়েছে মেক্সিকো। এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৯২ হাজার ৮৫০ জনের এবং আক্রান্ত হয়েছে ৩৮ লাখ ৬৭ হাজার ৯৭৬ জন।
রাশিয়া: বিশ্বে মৃত্যু বিবেচনায় ৫ম স্থানে রয়েছে রাশিয়া । এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৬৬ হাজার ৫৭৯ জনের এবং আক্রান্ত হয়েছে ৯৪ লাখ ৮৩৫ জন।
পেরু: বিশ্বে মৃত্যু বিবেচনায় ৬ষ্ট স্থানে রয়েছে পেরু। এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৯৩১ জনের এবং আক্রান্ত হয়েছে ২২ লাখ ২৬ হাজার ৬৫৬ জন।
এছাড়াও এক লাখের বেশি মৃত্যু হয়েছে আরও ৮টি দেশে। দেশগুলো হলো যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, ইটালি, ইরান, কলম্বিয়া, ফ্রান্স, আর্জেন্টিনা ও জার্মানি।সূত্র:ওয়ার্ল্ডোমিটার