ডিএমপি নিউজ: বিশ্বজুড়ে করোনাভাইরাসে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ৮ হাজার ৩৩৪ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে ২ কোটি ৮০ লাখ ৫০ হাজার ২৫৩ জন। এছাড়াও আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ২ লাখ ১১ হাজার ৭৬ জন। বিশ্বে মৃত্যু বিবেচনায় শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে;
১. যুক্তরাষ্ট্র: করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ৪৯ হাজার ২৫০ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৯৫ হাজার ২৫০ জনের।
২. ব্রাজিল: যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। মৃত্যু বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটি আক্রান্তের দিক দিয়ে রয়েছে তৃতীয় স্থানে। এখন পর্যন্ত দেশিটিতে আক্রান্ত হয়েছে ৪১ লাখ ৯৯ হাজার ৬০৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার ৬৮৬ জনের।
৩. ভারত: বিশ্বে আক্রান্ত বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় রয়েছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ৭০ হাজার ৫৬২ জন এবং মৃত্যু হয়েছে ৭৫ হাজার ৬৮৭ জনের।
৪. মেক্সিকো: আক্রান্ত বিবেচনায় অষ্টম স্থানে থাকলেও মেক্সিকো মৃত্যু বিবেচনায় রয়েছে চতুর্থ স্থানে। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৪৭ হাজার ২৩ জন এবং মৃত্যু হয়েছে ৬৯ হাজার ৯৫ জনের।
৫. যুক্তরাজ্য: বিশ্বে আক্রান্ত বিবেচনায় ১৩তম অবস্থানে থাকা যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে ৫ম স্থানে। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৫ হাজার ১২৫ জন এবং মৃত্যু হয়েছে ৪১ হাজার ৫৯৪ জনের।
৬. ইতালি: বিশ্বে আক্রান্ত বিবেচনায় ১৯তম অবস্থানে থাকা ইতালি মৃত্যু বিবেচনায় রয়েছে ৬ষ্ট স্থানে। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮১ হাজার ৬৩৪ জন এবং মৃত্যু হয়েছে ৩৫ হাজার ৫৭৭ জনের।
৭. ফ্রান্স: বিশ্বে আক্রান্ত বিবেচনায় ১৫তম অবস্থানে থাকা ফ্রান্স মৃত্যু বিবেচনায় রয়েছে ৭ম স্থানে। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ১০৭ জন এবং মৃত্যু হয়েছে ৩০ হাজার ৭৯৪ জনের।
৮. পেরু: আক্রান্ত বিবেচনায় পঞ্চম স্থানে স্থানে থাকা পেরু মৃত্যু বিবেচনায় রয়েছে ৮ম স্থানে। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ২ হাজার ২৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৩০ হাজার ২৩৬ জনের।
৯. স্পেন: বিশ্বে আক্রান্ত ও মৃত্যু উভয় বিবেচনায় ৯ম অবস্থানে রয়েছে স্পেন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৪৩ হাজার ১৩৩ জন এবং মৃত্যু হয়েছে ২৯ হাজার ৬২৮ জনের।
১০. ইরান: বিশ্বে আক্রান্ত বিবেচনায় ১২তম অবস্থানে থাকা ইরান মৃত্যু বিবেচনায় রয়েছে ১০ম স্থানে। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৪২৫ জন এবং মৃত্যু হয়েছে ২২ হাজার ৬৬৯ জনের।