ডিএমপি নিউজঃ করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পিওএম-দক্ষিণ বিভাগের নিহত পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মোঃ ছিদ্দিকুর রহমান এর পরিবারকে দুই লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করলেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার)।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ডিএমপি কমিশনারের পক্ষে এই আর্থিক অনুদান তুলে দেন উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঞাঁ। এ সময় অতিরিক্ত উপ-কমিশনার (ওয়েলফেয়ার এন্ড স্পোর্টস) উপস্থিত ছিলেন।
ইতোপূর্বেও করোনা ভাইরাসে জীবন উৎসর্গ করা ঢাকা মেট্রোপলিটন পু্লিশের অন্যান্য সদস্যদের পরিবারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।