ডিএমপি নিউজঃ করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিহত শহীদ পুলিশ পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম ও কনস্টবল মোঃ সিরাজুল ইসলাম এর পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার)।
ডিএমপি কমিশনারের পক্ষে শহীদ পুলিশ পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম এর পরিবারকে ২ লক্ষ টাকা অনুদান প্রদান করেন উপ–পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার এন্ড ফোর্স) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঞা। এছাড়াও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা হিসেবে আরও ১৫ হাজার টাকা প্রদান করা হয়।
করোনা পজেটিভ হয়ে গত ১৭ জুলাই, ২০২০ মৃত্যুবরন করেন মোঃ রফিকুল ইসলাম। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার চরবাকল গ্রামে।
অন্যদিকে ডিএমপি কমিশনারের পক্ষে শহীদ পুলিশ কনস্টবল মোঃ সিরাজুল ইসলাম এর পরিবারকে ২ লক্ষ টাকা অনুদান প্রদান করেন ময়মনসিংহ ত্রিশাল সার্কেল সহকারী পুলিশ সুপার স্বাগতা ভট্টাচার্য্য। এছাড়াও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা হিসেবে আরও ১৫ হাজার টাকা প্রদান করা হয়।

করোনায় নিহত পুলিশ কনস্টবল মোঃ সিরাজুল ইসলাম এর পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে
করোনা পজেটিভ হয়ে গত ১৬ জুলাই,২০২০ মৃত্যুবরন করেন মোঃ সিরাজুল ইসলাম। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার চর্কপাঁচ পাড়া গ্রামে।
সম্প্রতি ডিএমপি কমিশনারের পক্ষে করোনাযুদ্ধে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে এই আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
চলমান মহামারি করোনায় সম্মুখযোদ্ধা হিসেবে দেশ ও জাতির সেবায় বাংলাদেশ পুলিশের অনেক সদস্য নিজের জীবন উৎসর্গ করেছেন। জীবন উৎসর্গকৃত পুলিশ সদস্যদের মধ্যে বেশির ভাগই ঢাকা মেট্রোপলিটন পুলিশের।