চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহর থেকে শুরু হয়ে সারাবিশ্বে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। এবার করোনার উৎপত্তিস্থল উহানের সকল বাসিন্দার দেহে ভাইরাসটি শনাক্তের পরীক্ষা চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যেই ৩০ লক্ষ বাসিন্দার দেহে করোনা পরীক্ষা চালানো হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, গত এপ্রিল থেকে শহরটির ১ কোটি ১০ লক্ষ মানুষের মধ্যে ৩০ লক্ষ মানুষের দেহে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা চালানো হয়েছে। সে হিসেবে উহানের এক তৃতীয়াংশ মানুষের দেহে কোভিড-১৯ এর পরীক্ষা করা হয়েছে।
যে সকল বাসিন্দার আগে কখনও পরীক্ষা করা হয়নি, আবাসিকগুলোতে বসবাসকারী লোকেরা যারা আগে ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং পুরানো বা ঘনবসতিপূর্ণ এলাকার বাসিন্দাদের আগে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে খবর সংবাদ সংস্থা জিনহুয়া নিউজের।
নতুন করে সংক্রামণ দেখা দেওয়ার পর উহানের কর্তৃপক্ষ পরিকল্পনা নিয়েছে যে, শহরের প্রত্যেকের উপর করোনা পরীক্ষা করা হবে।