বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনা ভাইরাসের উৎস খুঁজতে চীনে একটি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে ।
সোমবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস।
তিনি বলেন, ‘ভাইরাসটি সম্পর্কে যখন সবকিছু জানতে পারবো, তখন আমরা আরো ভালোভাবে লড়াই চালাতে পারবো। এটি প্রস্তুত করার জন্য আমরা আগামী সপ্তাহে আবারো একটি বিশেষজ্ঞ দল চীনে পাঠাবো।
এর আগে সর্তক করে তেদরোস বলেন, ‘আমরা সকলেই চাই, এটা যেন শেষ হয়ে যায়। আমরা সকলেই আমাদের জীবন নিয়ে চলতে চাই। তবে কঠিন বাস্তবতা হলো এটি শেষ হয়ে যাওয়ার ধারেকাছেও নেই।’
চীনের হুবেই প্রদেশের উহানের একটি প্রাণীর বাজার থেকে এই ভাইরাসটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলেন ভাইরাসটি বাদুড়ের মাধ্যমে মানবদেহে সংক্রমিত হয়ে থাকতে পারে। খবর: সাউথ চায়না মর্নিং পোস্ট