ঘরের খাবার প্রিয়জনের পছন্দ, তাদের সুস্বাস্থ্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়গুলো মাথায় রেখে অনেক ভালোবাসা নিয়ে তৈরি করা হয়। মজাদার খাবারের মধ্যে কিমা পরোটা অন্যতম। এটা ঘরেও তৈরি করা যায়। জেনে নিন রেসিপি:
উপকরণ: মুরগির মাংসের কিমা এক কাপ, আলু সেদ্ধ ২ কাপ, পেঁয়াজ কুঁচি ২ টেবিল চামচ, আদা বাটা সিকি চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, কাঁচা মরিচ কুঁচি ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ ২ চা চামচ, শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনেপাতা ১ টেবিল চামচ, তেল আধা কাপ, ময়দা পরিমাণ মতো।
যেভাবে করবেন: পাত্রে ২ টেবিল চামচ তেল ও পেঁয়াজ দিয়ে জ্বাল দিন। বাদামি হলে আদা, রসুন, জিরা, শুকনা মরিচ, পেঁয়াজ বাটা ও লবণ দিয়ে কষিয়ে নিন। এবার মাংসের কিমা ও আলু সেদ্ধ দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিন। কিমা ভুনা ঠাণ্ডা হলে কাঁচা মরিচ, গোলমরিচ, ধনেপাতা দিয়ে ময়দার সঙ্গে মেখে নিন।
এবার পছন্দমতো আকারে পরোটা বেলে হালকা তেলে দুইপাশ সোনালি করে ভেজে তুলুন। সস অথবা চাটনীর সঙ্গে গরম গরম পরিবেশন করুন।