করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েই চলছে। তুরস্কে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৩২৯ জনে। যার ফলে করোনায় আক্রান্তে মধ্যপ্রাচ্যের শীর্ষ দেশ এখন তুরস্ক।
শনিবার স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা এ তথ্য নিশ্চিত করেছেন। তাতে আক্রান্তের হিসাবে প্রতিবেশী ইরানকে টপকে গেছে তুরস্ক।
গত ২৪ ঘণ্টায় তুরস্কে ৩৭৮৩ জনের শরীরে কোভিড-১৯ ধরা পড়েছে। কোকা জানান, আরো ১২১ জন মারা গেছেন এ রোগে। মৃত্যুর সংখ্যা এখন ১৮৯০। করোনা থেকে সুস্থ হয়েছেন এখন পর্যন্ত ১০৪৫৩ জন। ২৪ ঘণ্টায় ৪০৫২০ জনের টেস্ট করা হয়েছে বলেছেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সংক্রমণ ঠেকাতে ৩১ শহরের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞার সময়সীমা আরো বাড়ানো হয়েছে। শনিবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে ১৫ দিনের নতুন নিষেধাজ্ঞা।