ডিএমপি নিউজঃ বাবর আজমের নেতৃত্বে তিন টি-টোয়েন্টি এবং দুইটি টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফরে পাকিস্তান ক্রিকেট দল। নিউজিল্যান্ডে পা রেখে দেশটির সরকারের নিয়ম অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরা।
নিউজিল্যান্ডে পা রাখার পরই করোনা টেস্ট করা হলে পাকিস্তান ক্রিকেট দলের ছয় সদস্যের করোনা পজিটিভ হয়। ছয়জনের মধ্যে চারজন নতুন করে আক্রান্ত হয়েছেন বাকি দুইজন আগেও করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ছয় সদস্যের করোনা পজিটিভ হওয়ায় ক্রাইস্টচার্চে আইসোলেশনে রাখা হয়েছে সবাইকে।
এই সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে পাকিস্তান দল। ১৮ ডিসেম্বর শুরু টি-টোয়েন্টি সিরিজ আর ২৬ ডিসেম্বর থেকে টেস্ট সিরিজ।