এই প্রথম ফরাসি লিগ ১ এর ফুটবলার হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোন্টপিঁলের মিডফিল্ডার জুনিয়র সাম্বিয়া। গত সপ্তাহের শুরু থেকে শারীরিকভাবে অসুস্থ ছিলেন সাম্বিয়া। তবে তাঁর এজেন্ট ফ্রেডরিক গুয়েরো জানিয়েছিলো গ্যাস্ট্রিক ও খাদ্য হজম জটিলতার জন্য হাসপাতালের আনা হয়েছে তাকে।
পরে গত বৃহস্পতিবার হুট করে সাম্বিয়ার শ্বাস-প্রশ্বাসে সমস্যা হলে এবং শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুতই আইসিইউতে নেওয়া হয় তাকে। এরপরে তাঁর করোনা টেস্ট করলে সেটির ফলাফল পজেটিভ আসে। তবে বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে সাম্বিয়া।
তাঁর এজেন্ট ফ্রেডেরিক বলেন, ‘শুক্রবার থেকে তাঁর অবস্থা স্থিতিশীল আছে। এর অবনতিও হয়নি, উন্নতিও হয়নি। তবে সে এখনো কঠিন অবস্থায় আছে। সে লকডাউন মেনেই চলেছিল। তবে হয়ত শপিং করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছে সে। যদিও তাকে প্রথমে ডায়রিয়া ও গ্যাস্ট্রিকের জন্য হাসপাতালে ভর্তি করানো হয়।’
এর আগে ফরাসি লিগ-২ এ খেলা দক্ষিণ কোরিয়ান ফুটবলার প্রথম পেশাদার খেলোয়াড় হিসেবে ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়েছিলেন। কোভিড-১৯ রোগের বিস্তার ঠেকাতে ফ্রান্সে সব ধরনের ফুটবল খেলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। তবে সম্প্রতি ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের প্রধান নোয়েল লে গ্রায়েত আগামী জুনে খেলা মাঠে ফেরানোর প্রস্তাব দিয়েছেন। আর অনুশীলন শুরু করার জন্য অবস্থা বিবেচনায় ১১ মে থেকে ক্লাবগুলোকে নির্দেশনা দিয়েছেন।