প্রাণঘাতী করোনাভাইরাসের কাছে হেরে গিয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও ৯৮ জন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। মৃত্যু হওয়া ৯৮ জনের মধ্যে পুরুষ ৬২ জন এবং নারী ৩৬ জন। পুরুষ মৃত্যু হার ৭৩ দশমিক ৭২ শতাংশ। নারী মৃত্যু হার ২৬ দশমিক ২৮ শতাংশ।
মারা যাওয়া ৯৮ জনের মধ্যে ২ জনের বয়স ১১ থেকে ২০, একজন ২১ থেকে ৩০, ২ জন ৩১ থেকে ৪০ বছরের। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৪ জন। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২০ জন। ৬০ বছরের বেশি বয়সী মারা গেছেন ৫৯ জন।
এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৭৮১ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ১৪ জন। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার করোনায় ৯৫ জনের মৃত্যু এবং ৪ হাজার ২৮০ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।
এতে আরও গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৪২৯ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৬৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫২ লাখ ৭৭ হাজার ১১২ জনের।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন সাত হাজার ২৬৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ছয় লাখ ৪২ হাজার ৪৪৯ জন। অর্থাৎ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ২৮ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৪৬ শতাংশ।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭ হাজার ৭৮৭ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৮ হাজার ৫৬১ জনের। গতকালের চেয়ে আজ ৭৭৪টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ২৭৭টি ও বেসরকারি ৭২টিসহ ৩৪৯টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৪২৯ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৮ হাজার ৪০৮ জনের। গতকালের চেয়ে আজ ৯৭৯টি নমুনা কম পরীক্ষা করা হয়েছে।