ডিএমপি নিউজ: করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৫২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৫৬৭ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ২৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ২ লাখ ৯২ হাজার ৬২৫ জন। একই সময়ে দেশে করোনায় আরোও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ৩ হাজার ৯০৭ জনের।
শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ৯১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৩৫৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত সর্বমোট ১৪ লাখ ৩১ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।