গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে নতুন কেউ আক্রান্ত সনাক্ত হয়নি। এ সময়ের মধ্যে কারো মৃত্যুর খবরও পাওয়া যায়নি।
করোনায় আক্রান্ত নতুন ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার মোট সংখ্যা দাঁড়াল ১৫ জনে।
শনিবার (২৮ মার্চ) বেলা ১২টা ১০ মিনিটে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানান।