বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা। মেক্সিকোতে করোনায় মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।
মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে ৮১৯ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৫১৭ জনে। আর আক্রান্তের বৈশ্বিক তালিকায় মেক্সিকোর অবস্থান ষষ্ঠ, সবশেষ তথ্যানুযায়ী ৪ লাখ ৬২ হাজার ছাড়িয়ে গেছে।
উল্লেখ্য, করোনায় মৃত্যুতে বৈশ্বিক তালিকায় তৃতীয়স্থানে আছে লাতিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ মেক্সিকো। ৯৮ হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে দ্বিতীয়স্থানে লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল। আর আগে থেকেই শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মৃত্যু ১ লাখ ৬২ হাজার ছাড়িয়েছে। সূত্র : এএফপি।