ডিএমপি নিউজঃ করোনা ভাইরাস বড় আঘাত হেনেছে আর্জেন্টিনার অর্থনীতিতে। অতিমারী থেকে ঘুরে দাঁড়াতে প্রয়োজন চিকিৎসা ও ত্রাণ। তাই দেশটির ধন্যাঢ্য ব্যক্তিদের কাছ থেকে সহায়তা পেতে ‘মিলিয়নিয়ার ট্যাক্স’ আইন পাস করেছে সরকার।
‘মিলিয়নিয়ার ট্যাক্স’ এর সিদ্ধান্ত নেয়া হয় আর্জেন্টিনা পার্লামেন্টে। সেখানে এক ভোটাভুটির পর এই সিদ্ধান্ত নেয়া হয়। অতিরিক্ত কর আরোপের প্রস্তাবে পক্ষে ৪২টি ভোট পড়েছে। আর বিপক্ষে ভোট পড়েছে ২৬টি।
আর্জেন্টিনার যেসব ধনী ব্যক্তিদের আর্জেন্টাইন মুদ্রায় ২শ মিলিয়ন পেসো (২০ কোটি ৭০ লাখ টাকা) সমপরিমাণ সম্পত্তি রয়েছে তারাই এই বাড়তি কর দিবে।
করের মাধ্যমে যে পরিমাণ অর্থ সংগ্রহ হবে তার ২০ শতাংশ করে ব্যাবহার করা হবে চিকিৎসা ও ত্রাণ সামগ্রী ক্রয়, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তায় এবং শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে। ১৫ শতাংশ ব্যয় হবে সামাজিক উন্নয়নে। ২৫ শতাংশ ব্যয় হবে প্রাকৃতিক গ্যাস বিষয়ক কর্মকাণ্ডে।