করোনাভাইরাসের প্রভাবে নাকাল বিশ্ববাসী। ভাইরাসটি নিয়ন্ত্রণে দেশে দেশে চলছে লকডাউন। প্রয়োগ করা হয়েছে বিভিন্ন বিধি নিষেধ। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও বাড়ছে দিনকে দিন।
এমন পরিস্থিতিতে করোনায় আফ্রিকার দেশ রুয়ান্ডায় প্রথম প্রাণহানি ঘটেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে রবিবার ৬৫ বছর বয়সী এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা যান।
মারা যাওয়া ব্যক্তি একজন ট্রাক ড্রাইভার। তিনি পার্শ্ববর্তী দেশ থেকে আক্রান্ত হয়ে রুয়ান্ডায় আসেন। রবিবার তীব্র শ্বাসকষ্টজনিত কারণে তার মৃত্যু হয়। যদিও তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) উন্নতমানের চিকিৎসা দেওয়া হয়েছিল।
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ৪ মে থেকে লকডাউন ঘোষণা করে রুয়ান্ডা। সূত্র: আনাদোলু এজেন্সি